আজকের বার্তা
আজকের বার্তা

শুরু হয়েছে পটুয়াখালী পৌরসভার নির্বাচনী প্রচার অভিযান


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ শুরু হয়েছে পটুয়াখালী পৌরসভার নির্বাচনী প্রচার অভিযান
Spread the love

বার্তা ডেস্ক ॥  বেলা দুইটা বাজার সাথে সাথে শুরু হয়ে গেছে আসন্ন পটুয়াখালী পৌরসভার আনুষ্ঠানিক প্রচার অভিযান।শুক্রবার জুমার দিন থাকায় নামাজ শেষে শহরের অলি-গলিতে থেকে সব এলাকায় মাইকের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়ে গেছে মেয়র থেকে সাধারণ আসন এবং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীদের।জাতীয় সংসদ নির্বাচনের পরে কোন প্রার্থীদের পক্ষে ভোট দেবার জন্য মাইকের শব্দ নতুন মাত্রা যোগ করেছে পৌরবাসীকে।যদিও নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকে সব প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন দিচ্ছেন নানা ধরনের প্রতুশ্রতি।বিগত নির্বাচনের জয়ী প্রার্থীরা বলছেন নানা সীমাবদ্ধতার কারনে বিগত প্রতিশ্রতির সব কাজ না করতে পারার কারন সহ আগামী দিনের প্রতিশ্রæতি ।নতুন সহ বিগত দিনের বিজীত প্রার্থীরা তুলে ধরছেন বর্তমান জনপ্রতিনিধীদের বিভিন্ন ব্যার্থতা সহ তারা নির্বাচীত হলে তাদের নতুন প্রতিশ্রতি। বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ নির্বাচনী প্রতীক পেয়ে মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা সাহেবের মাজার মসজিদে জুমার নামাজ শেষে কবর জিয়ারত করে তার আনুষ্ঠানিক প্রচার অভিযান শুরু করেন।এ ছাড়াও সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা: মো: শফিকুল ইসলাম প্রতীক পেয়ে বরাদ্দ জেলঅ আওয়ামীলীগ কার্যালয়ে যান। বিকেলে ডা: শফিকুল ইসলামের সমর্থনে ৭ নং ওয়ার্ড থেকে একটি মিছিল বের হয়।এ দিকে আসন্ন পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আজ প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের উপস্থিতিতে মেয়র ,সাধারন আসন এবং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
মেয়র পদে বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ –জগ ,এছাড়া সাবেক মেয়র ডা: মো: শফিকুল ইসলাম -মোবাইল ফোন,আবুল কালাম আজাদ -রেল ইঞ্জিন, এনায়েত হোসেন-নারকেল গাছ,নাসির উদ্দিন – কম্পিউটার প্রতীক পেয়েছেন।এ ছাড়াও সাধারন আসন এবং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

উল্লেখ্য আগামী ৯ মার্চ পটুয়াখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।