বার্তা ডেস্ক ॥ ভোলার মনপুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী বিধিমালা প্রতিপালনও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অংশগ্রহনকারি চেয়ারম্যান প্রার্থী, সাধারন সদস্য প্রার্থী ও সংরক্ষিত নারী সদস্যপ্রার্থীরা সভায় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
এসময় আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য ১ নং মনপুরা ইউনিয়ন ও কলাতলী ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনে প্রচার প্রচারনা, আচরন বিধিমালা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময়, আলোচনা ও দিকনির্দেশনা তুলে ধরা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অনিমেষ কুমার বসু, ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ মঞ্জুর হোসেন খান, মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অঞ্জলী রাণী দাস প্রমূখ।