আজকের বার্তা
আজকের বার্তা

৮ মণের শাপলাপাতা মাছ বিক্রির দায়ে দুজনের কারাদণ্ড


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ ৮ মণের শাপলাপাতা মাছ বিক্রির দায়ে দুজনের কারাদণ্ড
Spread the love

বার্তা ডেস্ক ॥  শিকার ও বিক্রি নিষিদ্ধ আট মণ ওজনের শাপলাপাতা মাছ বিক্রির দায়ে বরিশালে দুই ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন বিচারক। এ সময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।  শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে নগরীর পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান।

শাপলাপাতা মাছ বিক্রির দায়ে শাস্তিপ্রাপ্তরা হচ্ছেন – আবুল কালাম ও ফয়েজ। তারা পেশায় মাছ বিক্রেতা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল মতিন খান বলেন, বিরল প্রজাতির মাছ হওয়ার কারণে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-এর ৩৪ ধারা অনুযায়ী শাপলাপাতা মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ। যে মাছটি কেটে বিক্রি করা হয়েছিল তার ওজন ছিল প্রায় আট মণ।

তিনি আরও বলেন, মাছ বিক্রির আগে নগরীতে মাইকিং করে এই মাছ বিক্রির ঘোষণা দেওয়া হয়। সকালে আমরা ঘটনাস্থলে পৌঁছে মাছ বিক্রির সময় আবুল কালাম ও ফয়েজ নামে দু’জনকে আটক করি। পরে তাদের প্রত্যেকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দু’জনকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।