আজকের বার্তা
আজকের বার্তা

ইউরোপার শেষ ষোলোয় মুখোমুখি যারা


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ ইউরোপার শেষ ষোলোয় মুখোমুখি যারা
Spread the love

ইউরোপা লিগের শেষ ষোলতে তিনবারের চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ স্পার্তা প্রাগ। অন্যদিকে বুন্দেসলিগায় এখনো অপরাজিত থেকে শীর্ষে অবস্থান করা বায়ার লেভারকুজেন লড়বে আজারবাইজানের ক্লাব কারাবাগের বিপক্ষে । জার্গেন ক্লপের লিভারপুল কোয়ার্টার ফাইনালের পথে সুস্পষ্ট ফেবারিট হিসেবেই মাঠে নামবে। মৌসুম শেষে কোচের পদ ছড়ে চলে যাবার আগে লিভারপুলকে মৌসুমে বিরল কোয়াড্রাপল শিরোপা উপহার দিতে এখন মুখিয়ে আছেন ক্লপ।

আগামী ৭ মার্চ চেক রাজধানীতে প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের সপ্তাহে এ্যানফিল্ডে চেক ক্লাবটিকে আতিথেয়তা দিবে অল রেডসরা।

কোচ জাভি আলনসোর অধীনে সব ধরনের প্রতিযোগিতায় এবারের মৌসুমে টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকা লেভারকুজেন আবারো কারাবাগের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। গ্রুপ পর্বে দুইবারই আজারবাইজান  চ্যাম্পিয়নদের পরাজিত করেছে জার্মান লিডাররা।

এদিকে গত বছরের ইউরোপা কনফারেন্স জয়ী ওয়েস্ট হ্যামও গ্রুপ পর্বের প্রতিপক্ষ ফ্রেইবার্গকে শেষ ষোলতে পেয়েছে। গ্রুপ পর্বের দুটি ম্যাচেই বুন্দেসলিগার ক্লাবটির বিপক্ষে ডেভিড ময়েসের দল জয়ী হয়েছিল।

ফ্রেইবার্গ অধিনায়ক ক্রিস্টিয়ান গুয়েনটার বলেছেন, ‘শেষ ষোলতে আবারো গ্রুপ পর্বের প্রতিপক্ষকে পাওয়ার কোন অর্থ নেই। বিষয়টি হতাশার। এখানে প্রতিদ্বন্দ্বীতার কোন বিষয় নেই।’

সাতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন এসি মিলান প্রথমবারের মত ইউরোপা লিগ শিরোপা জয়ের মিশনে এখনো টিকে রয়েছে। শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ স্লাভিয়া প্রাগ।

স্কটিশ প্রিমিয়ারশীপ লিডার রেঞ্জার্স ২০২২ সালে ফাইনালে পরাজিত হয়েছিল। এবার নক আউট পর্বে তাদের প্রতিপক্ষ পর্তুগীজ প্রিমিয়ারা লিগাতে এগিয়ে থাকা বেনফিকা। ১৯৬২ সালের পর প্রথমবারের মত ইউরোপীয়ান শিরোপার স্বপ্ন নিয়ে বেনফিকা মাঠে টিকে রয়েছে।

এছাড়া শেষ ষোলর আরেক ম্যাচে গত বছরের রানার্স-আপ রোমার প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন।

প্রথম লেগের ম্যাচ ৭ মার্চ ও দ্বিতীয় লেগের ম্যাচ ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।

ইউরোপা লিগের শেষ ষোলর ড্র :

স্পার্তা প্রাগ বনাম লিভারপুল

মার্সেই বনাম ভিয়ারিয়াল

রোমা বনাম ব্রাইটন

বেনফিকা বনাম রেঞ্জার্স

ফ্রেইবার্গ বনাম ওয়েস্ট হ্যাম

স্পোর্টিং লিসবন বনাম আটালান্টা

এসি মিলান বনাম স্লাভিয়া প্রাগ

কারাবাগ বনাম বায়ার লেভারকুজেন