আজকের বার্তা
আজকের বার্তা

উজিরপুরে ২ কেজি গাঁজাসহ দুইজন আটক


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ০৪, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ উজিরপুরে ২ কেজি গাঁজাসহ দুইজন আটক
Spread the love

বার্তা ডেস্ক ॥  বরিশালের উজিরপুর উপজেলায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ সোমবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোলপ্লাজা থেকে আটক করা হয় তাদের।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মেহেদী হাসান (৩০) ও তার সহযোগী মিলন রাড়ি (২৮)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ইচলাদী টোলপ্লাজায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ওই ২ জনকে আটক করে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে উজিরপুর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, অভিযুক্ত মাদক ব্যসায়ীদের জেলা গোয়েন্দা পুলিশের দেয়া মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।