আজকের বার্তা
আজকের বার্তা

মেঘনায় ভাসতে থাকা ৫০ ট্রলার যাত্রীকে জীবিত উদ্ধার


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ০৭, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ মেঘনায় ভাসতে থাকা ৫০ ট্রলার যাত্রীকে জীবিত উদ্ধার
Spread the love

বার্তা ডেস্ক ॥ ভোলায় উত্তাল মেঘনার মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে পড়া যাত্রীবাহী স্টিল বডি ট্রলারের ৫০ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। উদ্ধার হওয়া যাত্রীরা ভোলার তজুমদ্দিন ও মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।

বুধবার (৬ মার্চ) বিকেলের দিকে ভোলার তজুমদ্দিন ও মনপুরা উপজেলার মেঘনার মাঝ নদীতে এ ঘটনা ঘটে।কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ.এম.এম হারুন অর রশিদ জানান, বিকেলের দিকে তজুমদ্দিন ঘাট থেকে একটি স্টিল বডি ট্রলার ৫০ জন যাত্রী নিয়ে মনপুরা উপজেলার কলাতলির চর এলাকার উদ্দেশে রওনা হয়। ট্রলারটি তজুমদ্দিন ও কলাতলির চরের মাঝামাঝি স্থানে মাঝ নদীতে গেলে ইঞ্জিন বিকল হয়ে যায়। ওই সময় যাত্রীদের নিয়ে উত্তাল মেঘনায় ভাসতে থাকে ট্রলারটি। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ওই যাত্রীতের উদ্ধার করে তজুমদ্দিনের লঞ্চঘাটে পৌঁছে দেন।