আজকের বার্তা
আজকের বার্তা

নলছিটিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১ ৫:০২ অপরাহ্ণ নলছিটিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ
Spread the love
বার্তা ডেস্ক ॥
নলছিটিতে ধানকাটাকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ী আমির হোসেন খান কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।  গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মঘর ইউনিয়নের ডহড় পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ওই এলাকার মোঃ আমজাদ আলী খানের ছেলে। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের ছোট ভাই আবুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে আমির হোসেনের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী সত্তার হাওলাদার ও তার পরিবারের সাথে বিরোধ চলে আসছে। প্রায় সময় সত্তার ও তার পরিবারের সহযোগীরা তুচ্ছ বিষয় নিয়ে আমির হোসেন ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতির সহ প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া আইনের নিয়ম কারণ তোয়াক্কা না করে প্রায় সময় অহেতুক ভাবে ঝগড়া-বিবাদে লিপ্ত থাকে। এসব বিষয় নিয়ে প্রতিবাদ করলে সত্তার এর ছেলের রবিউল মিজানসহ তাদের সহযোগীরা আমির হোসেন ও তার পরিবারকে হামলা মামলার ভয়-ভীতি দেখায়। আবুল হোসেন আরো জানান,রবিউল মিজান এরা দুই ভাই সব সময় নেশাগ্রস্ত থাকে। নেশা করে প্রায় সময় এলাকায় মাতলামি করে। ঘটনার আগের দিন আমির হোসেন তার জমি থেকে ধান কেটে নিয়ে আসে। গত বৃহস্পতিবার বিকালে ধান কাটা নিয়ে আমির হোসেনের সাথে সত্তার ও তার পরিবারদের দ্বন্ধ হয়। উৎকোচ না দেওয়ায় পরিকল্পিতভাবে আমির হোসেনের সাথে সাত্তরের লোকজন বিরোধ সৃষ্টি করে। এরই জের ধরে ঘটনার সময় রবিউল মিজান রাসেল ছাত্তারসহ অজ্ঞাত নামা কয়েকজন আমির হোসেনকে কুপিয়ে রক্তাক্ত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।