বার্তা ডেস্ক ॥ বরিশালে মোঃ জালাল আহমেদ তালুকদার নামে এক অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টরের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ চল্লিশ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণলংকার নিয়ে গেছে চোর চক্র।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে বরিশালে নগরীর ভিআইপি গেট এলাকায় এমন ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর পুলিশ সদস্য মোঃ জালাল আহমেদ তালুকদার জানান, তিনি ও তার মেয়ে কামরুন নাহার একই বিল্ডিংয়ের নিচতলায় ও তার মেয়ে চতুর্থ তলায় বসবাস করেন। দু’দিন আগে তার মেয়ে স্বামীর সাথে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। এই সুযোগে চোর চক্র ঘরের তালা কেটে আলমারি ভেঙে নগদ চল্লিশ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণলংকার ও জরুরী কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
তবে চুরির ঘটনা কখন ঘটছে তা এখন পর্যন্ত নির্ধারিত ভাবে বলা যায় না। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির ঘটনার নির্ধারণ করা যাবে বলে তিনি জানান ।
জালাল আহমেদের মেয়ে কামরুন নাহার জানায়, আমি দু’দিন আগে স্বামীর সাথে শ্বশুর বাড়ি বাকেরগঞ্জ বেড়াতে যাই। আজ আমার বাবা ফোন দিয়ে জানায় আমাদের বাসার দরজার ভেঙে আমার রুমের চুরির ঘটনা ঘটছে। আমি এসে দেখি বাসার আসবাবপত্র এলোমেলো, আলমিরা ও ওয়ার্ড্রব খুলে স্বর্ণলংকার, নগর চল্লিশ হাজার টাকা নিয়ে গেছে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন- বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।