আজকের বার্তা
আজকের বার্তা

কাউখালীতে পঁচা ও রং মেশানো মাছ বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ কাউখালীতে পঁচা ও রং মেশানো মাছ বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা
Spread the love

বার্তা ডেস্ক ॥  পিরোজপুরের কাউখালীতে সাপ্তাহিক হাটের দিন মাছ বাজারে পঁচা ও রং মেশানো মাছ বিক্রি করার অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার দক্ষিণ বাজারে সাপ্তাহিক হাটের দিন মাছ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

জানা যায়, শুক্রবার মাছ বাজারে পঁচা ও রং মেশানো মাছ বিক্রির অভিযোগে মনু মিয়া, নুর ইসলাম, সোহাগ ও ইলিয়াস সরদার নামের ৪ মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮০ কেজি নানা প্রজাতির পঁচা ও রং মেশানো মাছ জব্দ করে তা নষ্ট করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সেনেটারি ইন্সপেক্টর ও থানা পুলিশের কাউকে দেখা যায়নি।