বার্তা ডেস্ক ॥ পটুয়াখালীর বাসিন্দা জান্নাতুল ফেরদৌসী (২৬)। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ। চাকরি করেন ঢাকায়। ঢাকা থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে বাসযোগে রওয়ানা দেন। তবে স্মৃতি হারিয়ে নেমে পড়েন কুয়াকাটায়। পরে তার কাছ থেকে তথ্য নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে কুয়াকাটা সৈকতে ট্যুরিস্ট পুলিশের টহল টিম সৈকতের পূর্বপাশে ওই তরুণীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বোঝা যায় মানসিকভাবে অসুস্থ ফেরদৌসী। পরে তার কাছ থেকে পরিবারের ঠিকানা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। রাত ২টার দিকে পরিবারের লোকজন পুলিশের কাছ থেকে ওই তরুণীকে গ্রহণ করেন।
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারী বলেন, ওই তরুণীর চালচলন সন্দেহজনক মনে হলে আমাদের টহল টিম তাকে হেফাজতে নিয়ে আসে। পরবর্তীসময়ে আমরা তার পরিবারকে খবর দিয়ে তার মায়ের কাছে তুলে দেই। ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে।