বার্তা ডেস্ক ॥ বরিশালে বাঙালি জাতির প্রাণের উৎসব আসন্ন পহেলা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষকে বরণ করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, বরিশাল অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম, বরিশাল জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মো. হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদাসহ প্রমুখ।
পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল সকাল ৯টায় বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হবে।