বার্তা ডেস্ক ॥ বরিশালে রডবোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে দুদিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন মানুষ। শনিবার (২ মার্চ) গভীর রাতে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভেঙে পড়া বেইলি ব্রিজের স্থলে একটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। এ কারণে বাইপাস সড়ক বের করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়। শুক্রবার রাতে বরিশাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বাইপাস সড়কের বেইলি ব্রিজ পার হতে যায় রডবোঝাই একটি ট্রাকটি। এ সময় ব্রিজের একদিক ধসে ট্রাকটি উল্টে খালে পড়ে যায়। এরপর থেকে বন্ধ রয়েছে দুই প্রান্ত থেকে যানবাহন চলাচল।এদিকে ভেঙেপড়া বেইলি ব্রিজটি পরিদর্শনে গিয়ে স্থায়ীদের ক্ষোভের মুখে পড়েন সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্তরা। স্থানীয়রা জানান, এখান থেকে প্রতিদিন শতশত ছোট-বড় ট্রাক চলাচল করে।
বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, পাশেই নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে তাই এ বেইলি ব্রিজটি অস্থায়ী ভিত্তিতে তৈরি করা হয়েছে। বর্তমানে ভেঙে পড়া ব্রিজটি মেরামতের জন্য কাজ চলছে। তবে এতে দুদিন সময় লাগবে।