আজকের বার্তা
আজকের বার্তা

এক বছরের সাজা এড়াতে ২৭ বছর প্রবাসে, অবশেষে গ্রেপ্তার


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ এক বছরের সাজা এড়াতে ২৭ বছর প্রবাসে, অবশেষে গ্রেপ্তার
Spread the love

বার্তা ডেস্ক ॥ যৌতুক নিরোধ আইনের এক বছরের সাজা থেকে বাঁচতে ২৭ বছর প্রবাসে থাকা দণ্ডিত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গ্রেপ্তার হওয়া দণ্ডিত আসামি হলেন আলমগীর হোসেন (৫৯)। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন। উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আলমগীর হোসেনের বিরুদ্ধে ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা হয়। ওই মামলায় ১৯৯৯ সালে তাকে এক বছর কারাদণ্ড দেন আদালত। মামলার পর থেকে পলাতক আলমগীর সৌদি আরবে গিয়ে আত্মগোপন করেন। প্রবাসে পলাতক জীবন কাটিয়ে ৯ মাস পূর্বে দেশে এসেছেন তিনি।

পলাতক ওই আসামীকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা র‌্যাবের সহায়তা চায়। র‌্যাব ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় তার অবস্থান শনাক্ত করে। পরে রাত সাড়ে ৯টায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপ-অধিনায়ক।