আজকের বার্তা
আজকের বার্তা

রাঙ্গাবালীতের হাসপাতালে নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বস


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ রাঙ্গাবালীতের হাসপাতালে নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বস
Spread the love

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বংসে পরেছে। ঘটনার সময় ছিলোনা স্বাস্থ্য বিভাগের কোন প্রকৌশলী। অভিযোগ রয়েছে স্বাস্থ্য বিভাগের প্রকৌশলীর তদারকি ছাড়াই চলছে ভবনের নির্মাণ কাজ।
বৃহস্পতিবার সকাল থেকেই চলছিল রাঙ্গাবালী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ। সন্ধ্যার পরে হঠাৎ নির্মাণাধীন ভবনের ছাদের সামনের অংশ ধ্বংসে পরে। বিকট শব্দে ছুটে আসে আশপাশের লোকজন।

অভিযোগ রয়েছে, স্বাস্থ্য বিভাগের কোন প্রকৌশলীর তদারকি ছাড়াই অনেক দিন ধরে নির্মাণ চলছে ভবনটিতে। তদারকির জন্য একজন প্রকৌশলী নিয়োগ করা থাকলেও বেশির ভাগ সময় অনুপস্থিত থাকেন তিনি। ছাদ ধ্বসের ঘটনার সময়ও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের না কোন প্রকৌশলী।

স্থানীয়রা বলছেন, নিম্নমানের কাজের কারণেই ঘটেছে এ দূর্ঘটনা।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মো.রাহাত জানান, ভবন নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয়নি। তবে শ্রমিকদের গাফিলতির কারণে সেন্টারিংয়ে তত্রুটির কারণে ঘটেছে এ দূর্ঘটনা।

এব্যাপারে বক্তব্য নিতে জেলা সিভিল সার্জন ডা.এসএম কবির হোসেনের মুঠোফোনে বারবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেন নি।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, এঘটনায় উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।