আজকের বার্তা
আজকের বার্তা

মঠবাড়িয়ায় ব্যবসায়িকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ মঠবাড়িয়ায় ব্যবসায়িকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা
Spread the love

বার্তা ডেস্ক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় মরা মুরগি বিক্রির দায়ে গোলাম মোস্তফা (৩০) নামের এক ব্যাবসায়ীকে সোমবার দুপুরে ৬ মাসের করাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কইয়ূম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ কারাদ- ও জরিমানার আদেশ দেন। অভিযুক্ত মোস্তফা উপজেলার আন্ধার মানিক গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেটআবদুল কাইয়ূম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরানো মাছ বাজার সংলগ্ন মুরগীর দোকোনে অভিযান চালিয়ে বেশ কিছুু মরা মুরগী জব্দ করা হয়। এসময় অভিযুক্ত ব্যবসায়ি মোস্তফা অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জানাযায়, এই মরা মুরগী গোপনে বিভিন্ন হোটেলে বিক্রি করা হত। পরে মরা মুরগিগুলো মাটির নিচে চাপা দেওয়া হয়।