বার্তা ডেস্ক ॥ পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের চরগরবদির ভাঙ্গাব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিকাশ চন্দ্র রায় (৪০) নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছে। নিহত বিকাশ চন্দ্র রায় একটি এনজিওর দশমিনা ব্রাঞ্চ ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলে নিজ মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে উপজেলার চরগরবদি ভাঙ্গাব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের ওপর ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুরের কালিকাবাড়ী এলাকায়।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।