যশোর হাসপাতাল থেকে পালানো ১০ করোনা রোগীর অবস্থান শনাক্ত
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ ১:৪২ অপরাহ্ণ
Spread the love
বার্তা ডেস্ক ॥
ভারত থেকে সাত করোনা রোগীসহ যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের রেড জোন থেকে পালানো ১০ করোনা রোগীর অবস্থান নিশ্চিত হয়েছে প্রশাসন। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন সোমবার বিকেলে জানান, স্থানীয় প্রশাসনের তদারকিতে এসব করোনা রোগীদের আপাতত নিজ নিজ বাড়িতে কোয়ারেনটাইনে রাখা হচ্ছে। পরে ৯ জনকেই আবার যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে আনা হবে ও প্রত্যেকের পুণরায় কোভিড টেস্ট করা হবে। শুধুমাত্র সাতক্ষীরা জেলার আশাশুনির প্রতাপপাড়ার মিলন হোসেনকে বাড়িতে কোয়ারেনটাইনে রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।