আজকের বার্তা
আজকের বার্তা

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র তুলতে তারকাদের হিড়িক


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র তুলতে তারকাদের হিড়িক
Spread the love

বার্তা ডেস্ক ॥  সংরক্ষিত নারী আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলতে তারকাদের হিড়িক পড়েছে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসনের ফরম বিক্রি শুরু হয়। এ সময় একে একে বেশ কয়েকজন অভিনেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, শাহনূর, টিভি অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন ও জাকিয়া মুন। অপু বিশ্বাস বলেন, রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে মনোনয়নপত্র কিনেছি। আমার এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছেন। দোয়া রাখবেন, আমি যেন এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যেন কাজ করতে পারি। নিজেকে রাজনীতির সঙ্গে জড়াতে পারা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য সৌভাগ্য বলে মনে করি। নিপুণ বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। কমান্ডার ছিলেন সেক্টর চার-এ, তারপর দেশের প্রথম বিসিএস ক্যাডারদের একজন ছিলেন। এছাড়া আমিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই জড়িত। আমার মনে হয়, মাননীয় প্রধানমন্ত্রী যদি যোগ্য মনে করেন, তাহলে আমার কথা চিন্তা করবেন। সৈয়দা কামরুন নাহার শাহনূর বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বিরোধীদলের আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাঠি ছিলাম। আমি নিজেও সামাজিক কাজের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে আমি তার কথা অনুসারে কাজ করতে চাই। এছাড়া নারীদের জন্য কাজ করতে চাই। ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি জড়িত। তাই আমি অনেক আশাবাদী। যেহেতু আমার রাজনীতির ক্যারিয়ার অনেক লম্বা, এলাকাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কাজ করেছি, তাই মনোনয়ন পেলে কাজের পরিধিটা আরও লম্বা হবে। সোহানা সাবা বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৩ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তিনি শুধু আওয়ামীলীগপন্থিই ছিলেন না, তিনি দেশপ্রেমিক ছিলেন। দেশের কথা ভাবলে আওয়ামী লীগের কথা ভাবতে হবে। এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা খুবই ভাগ্যবান যে টানা ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ইনশাআল্লাহ আরও পাঁচ বছরও থাকবে। সেজন্য আমি আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চাই। তানভিন সুইটি বলেন, আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। অনেকদিন ধরেই এই দলের সঙ্গে কাজ করে যাচ্ছি, পাশাপাশি একজন অভিনেত্রীও। একজন দলীয় কর্মী হিসেবে মনোনয়ন তুলেছি। আমার প্রত্যাশা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে দলের হয়ে কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব, শিল্পী-সাংবাদিকদের জন্যও কাজ করব। নবাগত নায়িকা জাকিয়া মুন বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা বেঁচে নেই। তাই আমার সঙ্গে এলাকার অন্য মুক্তিযোদ্ধারা এসেছেন। তারাই আমার পরিবার। এলাকার মানুষের চাওয়ায় মনোনয়ন ফরম তুলতে এসেছি। এদিকে, আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।