আজকের বার্তা
আজকের বার্তা

সাকিবকে নিয়ে ‘আমার কী বলা উচিত?’


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ সাকিবকে নিয়ে ‘আমার কী বলা উচিত?’
Spread the love

দীর্ঘ ১২ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। সবশেষ গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেন সাকিব।

আগামীকাল শনিবার চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। সেই ম্যাচে ফিরছেন সাকিব। তার আগে সিরিজের প্রথম টেস্টে সিলেটে ৫১১ রানের বিশাল টার্গেট তাড়ায় বাংলাদেশ হেরে যায় ৩২৮ রানের বড় ব্যবধানে।

সাকিব আল হাসান দলে ফেরায় বাংলাদেশ দলের ব্যাটিং এবং বোলিং বিভাগ অনেকটা শক্তিশালী হয়েছে।

আজ শুক্রবার চট্টগ্রামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন শ্রীলংকান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টে কেমন ভূমিকা রাখতে পারেন, এমন প্রশ্নের উত্তরে ধনাঞ্জয়া বলেন, ‘এটা তো আমি এখন বলতে পারব না। ম্যাচের পরে বলতে পারব। ম্যাচের আগে পারব না।’

সাকিব ফেরায় বাংলাদেশ দলের স্পিন আক্রমণের শক্তি বৃদ্ধি নিয়েও ধনাঞ্জয়ার একই উত্তর, ‘আগেই বললাম, ম্যাচের আগে বলতে পারব না।’

সাকিবকে নিয়ে লংকানদের পরিকল্পনা জানতে চাইলে ধনাঞ্জয়া বলেন, ‘আমি এখন বলতে পারব না (হাসি)।’

এরপর ধনাঞ্জয়ার কাছে সাকিবের ব্যাপারে কোনো প্রশ্নেরই উত্তর না দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। ধনাঞ্জয়া তখন বলেন, ‘আমার কী বলা উচিত? সে তো আমার দলের খেলোয়াড় নয়। আপনার বাংলাদেশ দলের অধিনায়ককে জিজ্ঞাসা করা উচিত (হাসি)।’

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল কী ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে? এমন এক প্রশ্নের উত্তরে ধনাঞ্জয়া বলেছেন, ‘ওরা যদি আক্রমণাত্মক হয়, আমরাও আক্রমণাত্মক হব। যদি শান্ত থাকে, তাহলে আমরাও শান্ত থাকব।’

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট নিয়ে ধনাঞ্জয়া বলেন, ‘উইকেট আমার কাছে ভালো লেগেছে। এখানে ব্যাটসম্যানরা সাহায্য পাবে।’

অন্য প্রশ্নের উত্তরে শ্রীলংকান অধিনায়ক বলেন, ‘পরে যত সময় গড়াবে, তখন হয়তো স্পিন ধরবে।’

চট্টগ্রাম টেস্টে নিজেদের দল নিয়ে ডি সিলভা বলেন, ‘আমরা যদি তিন পেসার নিয়ে খেলি, তাহলে আসিতা নিশ্চয়ই খেলবে।’

প্রতিপক্ষ দল নিয়ে লংকান অধিনায়ক বলেন, ‘ওদের একটা ম্যাচই খারাপ গেছে। আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে।’