বার্তা ডেস্ক ॥ পটুয়াখালী নতুন বাজার এলাকায় জেলা আওয়ামীলীগ অফিস সংলগ্ন কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫মার্চ) সকাল ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে,সকাল ৮টার দিকে একটি তালাবদ্ধ ইলেকট্রিক দোকানের ভিতরে ধোয়া দেখতে পায় স্থানীয়রা। এর কিছুক্ষণ পরেই আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে ফোন দেয়। খবর পেয়ে ফায়রার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের।
পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বলেন, আমরা খবর পেয়ে এসে দেখি কয়েকটি দোকানের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা কাটার দিয়ে দোকানগুলোর তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় দু’টি ব্যাবসা প্রতিষ্ঠানের আনুমানিক ১৮ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।