আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২০, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ বরিশালে নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার
Spread the love

বার্তা ডেস্ক ॥  বরিশালের গৌরনদীতে নিখোঁজের দুদিন পর সাকিল বেপারী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার কটকস্থল গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার একটি ধানখেতে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মোহাম্মদ আলী বেপারীর (৫৮) ছেলে সাকিল বেপারী গত সোমবার (১৮ মার্চ) রাতে বাড়ি থেকে কৃষি জমিতে ইঁদুর মারার ওষুধ দেওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ছেলে নিখোঁজের ঘটনায় বাবা মোহাম্মদ আলী বেপারীর গতকাল (মঙ্গলবার) রাতে গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ (বুধবার) দুপুরে স্থানীয়রা কটকস্থল গ্রামের একটি ধানখেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলেই গিয়ে লাশ উদ্ধার করে পরে পরিবারের লোকজন সাকিল বেপারীর লাশ শনাক্ত করেন।