বরিশাল মেট্রোপলিটনের রহমতপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টায় এই অভিযান চালায় মেট্রোপলিটনের বিমান বন্দর থানা পুলিশ।
সোমবার মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বন্দর থানার একটি দল রহমতপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে। তার নাম মো. মিজান (৪২)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সোনাকাটিয়া গ্রামের আনা মিয়ার ছেলে। এ ঘটনায় বিমান বন্দর থানায় মিজানের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।