বার্তা ডেস্ক ॥ পটুয়াখালীর গলাচিপায় কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা এবং গলাচিপা শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৫০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে এটা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আলম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল কবির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু, গলাচিপা প্রেস ক্লবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। এ ছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থী সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম গলাচিপা স্কিল ল্যাবের গঠনতন্ত্র উন্মোচন, গলাচিপা শিক্ষা কল্যাণ ট্রাস্টের মনোনীত ৫০ জন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং প্রোগ্রামিং ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।