বার্তা ডেস্ক ॥ পটুয়াখালীর দুমকিতে অতিরিক্ত মূল্যে বিক্রি, মেয়াদোতীর্ণ পণ্য রাখাসহ নানা অপরাধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুর সাড়ে ১১টার দিকে মুরাদিয়া বোর্ড অফিস বাজার ও পিরতলা বাজারে পটুয়াখালীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া পরিচালিত অভিযানে বোর্ড অফিস বাজারে একটি ফার্মেসী ও একটি মুদি দোকান এবং পিরতলা বাজারের ঔষধের দোকান, তরকারি বাজারের অন্তত: ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ফার্মেসি ২টিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, ঔষধের মোড়কের ওপর নির্ধারিত মূল্য কেটে অধিক দামে বিক্রি করা এবং মুদি দোকানে পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে মোট সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।