আজকের বার্তা
আজকের বার্তা

মাদক ব্যবসায়ীর শাস্তির দাবিতে গলাচিপায় মানববন্ধন


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ মাদক ব্যবসায়ীর শাস্তির দাবিতে গলাচিপায় মানববন্ধন
Spread the love

বার্তা ডেস্ক ॥ পটুয়াখালীর গলাচিপায় মাদক ব্যবসায়ী মাজেদা বেগম মালার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌরসভার পশু হাসপাতালের সামনের সড়কে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার রাতে ২৫০ গ্রাম গাঁজাসহ মালাকে গলাচিপা থানা পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো তিনটি মামলা রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজ সেবক মো. লিটন মিয়া, হজরত আলী, মো. এমাদুল, মো. জিলাম, কলি বেগম ও নুপুর বেগম প্রমুখ।