বার্তা ডেস্ক ॥ জেলার মুলাদীতে বিপুল পরিমাণ অবৈধ জালসহ চার জেলেকে আটক করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি জানান, বরিশালের মুলাদী উপজেলার নয়া ভাঙ্গনী নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের সদস্যরা অভিযান চালায়। অভিযানে তিনটি অবৈধ বেহুন্দী জাল, একটি মশারি জাল ও ২০ হাজার মিটার কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয়েছে।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটকদের প্রত্যেককে সাড়ে ৪ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।