বার্তা ডেস্ক: বরিশালে ঈদ-উল-ফিতর উপলক্ষে নিম্ন আয়ের এবং অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে সহযোগিতা ফাউন্ডেশন। বুধবার (১০ এপ্রিল) নগরীর ৩০ নং ওয়ার্ড এবং পার্শ্ববর্তী এলাকা গুলোতে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করে এ ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ। উক্ত ফাউন্ডেশনের সভাপতি সজীব বেগ মিসাদ জানান, আমরা অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর জন্যই মূলত এ ফাউন্ডেশন টি গঠন করেছি, কারন প্রতি বছর আমরা ঈদের আনন্দে সবাই উচ্ছসিত হলেও অনেক মানুষ তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারে না। তাই আমাদের এমন উদ্যোগ যদি কিছু পরিবারের মুখে হাসি ফোটাতে পারে সেটাই আমাদের এই সহযোগিতা ফাউন্ডেশন এর সাফল্য। পাশাপাশি আমরা নিম্ন আয়ের মানুষদের জন্য ভর্তুকি মূল্যে(১৮০ টাকা দরে) ব্রয়লার মুরগী বিক্রি করছি। এটি সম্পূর্ন রূপে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এবং আমাদের সকল সদস্যবৃন্দ দিন রাত পরিশ্রম করে আমাদের ঈদ সামগ্রী বিতরন এর কার্যক্রম সম্পন্ন করেছে। এছাড়াও এই সংগঠনের মাধ্যমে রমজান মাসেও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রীও বিতরন করা হয়েছে। এবং সারাবছর জুড়েই মানুষের পাশে দাড়ানোর আশ্বাস দিয়েছেন সংগঠনের সভাপতি ও সদস্যবৃন্দ। তাদের এমন উদ্যোগে এলাকাজুড়ে জুড়ে প্রশংসায় ভাসছে সহযোগিতা ফাউন্ডেশন।