বার্তা ডেস্ক ॥ বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে কলেজছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগে উঠেছে মো. রানা নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা করেছে ওই ছাত্রীর বাবা।
বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মশিউর রহমান খান বুধবার সকালে মামলাটি গ্রহণ করে বরগুনার কোর্ট পরিদর্শককে সাত দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। রানা উপজেলার চর লাঠিমারা গ্রামের বাসিন্দা।
জানা যায়, ওই ছাত্রী কলেজে আসা-যাওয়ার পথে রানা বিভিন্ন সময় খারাপ অঙ্গভঙ্গি ও কটূক্তি করে। বিষয়টি রানার অভিভাবককে অবহিত করলে সে ওই ছাত্রীর ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। গত ৮ মার্চ সন্ধ্যা ওই ছাত্রী তার বড় বোনের বাসা থেকে বাড়ি ফেরার পথে রানা পথরোধ করে ধর্ষণের চেষ্টা করে।