আজকের বার্তা
আজকের বার্তা

গৌরনদীতে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ গৌরনদীতে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
Spread the love

বার্তা ডেস্ক ॥  বরিশালের গৌরনদীতে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ শ্লোগান নিয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার সকালে উপজেলার গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এই মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল ও মৎস্য কর্মকর্তা আবুল বাশার।

এবারের বিজ্ঞান মেলায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।