বার্তা ডেস্ক ॥ বরগুনায় পরীক্ষামূলক আগাম ঘূর্ণিঝড় মোকাবিলায় কার্যক্রম পরিকল্পনা ও সাড়াপ্রদান প্রকল্পের আওতায় অক্সফামের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্হা জাগোনারীর আয়োজনে মঙ্গলবার ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম মিঞা, বিশেষ অতিথি ছিলেন সিপিপির উপ পরিচালক মো. গোলাম কিবরিয়া, বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি হাফিজুর রহমান।
বক্তব্য রাখেন ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপন, শাহ আ়ফজাল আহমেদ, সাংবাদিক জাহাঙ্গীর কবির মৃধা।
সভায় বক্তারা প্রত্যন্ত অঞ্চলে দুর্যোগের সময় সাইক্লোন সেল্টারগুলোতে আলোর ব্যবস্হাসহ গমন উপযোগী রাস্তাঘাট, আশ্রয় প্রার্থীদের খাবারের ব্যবস্থা ইত্যাদি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অনুরোধ করেন।