৫ মাসেও পরিচয় মেলেনি তরুনীর লাশের ঃ বিপাকে পুলিশ প্রশাসন
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ॥
একই অজ্ঞাত লাশ নিয়ে চরম বিপাকে পরেছে পুলিশ প্রশাসন। গত ৫ মাসেও খাল থেকে বস্তা বন্ধি উদ্ধার হওয়ার এক তরুনীর লাশের পরিচয় বের করতে পারেনি তারা। জানা গেছে, গত বছর ১৯ নভেম্বর বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী উল্মে দীনিয়া নূরানী হাফিজী কওমি মাদ্রাসার সামনে থেকে একটি লাশ উদ্ধার করা হয়। লাশটি বস্তা বন্ধ অবস্থায় পাওয়া যায়। এর পর লাশটি বিকৃত ছবি বিভিন্ন থানায় পাঠানো হলেও লাশটির সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় চরম বিপাকে পরেছে পুলিশ প্রশাসন। এ ব্যাপারে বরিশাল মেট্রো সিআইডি’র পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফারুক খান বলেন, লাশটির পরিচয় পাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা চালিয়েছি। কিন্তু কোন পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আমরা এখনো কাজ করে যাচ্ছি।