পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘেরে মাটি কাটা নিয়ে দু’পক্ষের মারামারির ঘটনায় উভয় পক্ষের অন্ততঃ চার জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক পক্ষের মো.মাসুদ পারভেজ (৫০) এবং আসাদুজ্জামান জুয়েল (৪৪) কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা দু’জন সহোদর বলে জানা গেছে।
অপরপক্ষের দু’জনকে কুয়াকাটার তুলাতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের নাম জানা যায়নি।
স্থানীয়দের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার মাসুদ পারভেজ গ্রুপ এবং ওয়াজেদ আলী তালুকদারের গ্রুপের মধ্যে জমি নিয়ে বিবাদ চলে আসছিল। দু’পক্ষই একই জমি নিজেদের বলে দাবী করে আসছে। সোমবারও এ নিয়ে দু’পক্ষের বাক-বিতন্ডা হয়। মংগলবার পুনরায় বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয় গ্রুপ মারামারিতে জড়িয়ে পড়ে।
তবে উভয় পক্ষের বক্তব্যর জন্য তাদের মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।