কাউখালী প্রতিনিধি ॥
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুবিধা বঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে বেসরকারি সংগঠন দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কাপড় বিতরণ করা হয়েছে। জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র পরামর্শে গতকাল রবিবার এ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। সকালে উপজেলার সয়না-রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রথমে এ ইউনিয়নের নির্ধারিত মানুষের মাঝে কাপড় বিতরণ করেন উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম নসু ও ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ। এরপর উপজেলার পূর্ব আমড়াজুড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমড়াজুড়ি ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কাপড় বিতরণ করেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা চাঁদ, জেপি নেতা ফিরোজ আলম প্রমুখ। এরপর কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর ইউনিয়নের অস্বচ্ছল মানুষের মাঝে কাপড় বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহ সভাপতি সুনীল কু-, জেপি’র উপজেলা সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, যুব সংহতির উপজেলা সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নূরুজ্জামান মনু প্রমুখ। বিকালে উপজেলার চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ইউনিয়নের নির্ধারিত মানুষের মাঝে কাপড় বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন। এরপর কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের সুবিধা বঞ্চিত গরীব মানুষের মাঝে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কাপড় বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার। কাউখালী উপজেলায় এসব ত্রাণ কাজ সমন্বয় করেন আতিক জামান খোকন ও কাজী আতাহার আলী।