বরিশালে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে গনি খান (৭২) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব ৮)। তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নগরীর পশ্চিম বগুড়া রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরআগে মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর মা বলেন- আমার মেয়েকে গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে স্থানীয় একটি পুকুরপাড়ে পালিত ছাগল নিয়ে পাঠাই। ছাগল বেঁধে আসতে দেরি হওয়ায় আমি বাসা থেকে যাওয়ার পর দেখতে পাই পাশের বাড়ির গনি খান আমার শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছে। এ সময় আমি ডাক চিৎকার দিলে গনি খান দৌড়ে পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ আল বারি বলেন- আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।