বার্তা ডেস্ক ॥ সম্প্রতি ফাঁস হয়ে গেছে মেহেদি হাসান মিরাজের সঙ্গে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের এক ফোনালাপ। সেই ফোন আলাপের এক পর্যায়ে তামিম মিরাজকে উদ্দেশ করে বলেন- ‘ভুলে যাইস না, তোর বড় ভাইকেও বলে দিস’।
ফোনালাপে তামিম বলেন, ‘মুশফিক এটা কোনো কাজ করছেরে মিরাজ? বিপিএলের ফাইনালের পরে আমাদের মিটিংয়ে কী কথা হইছে? আমি তোরে ওই সময় একটা কথা বলছিলাম না যে, আমরা চেষ্টা করব আগামী বছর ৭০ থেকে ৮০ পারসেন্ট আমরা যেন সেইম টিম থাকতে পারি। ঠিক আছে? আর এই কথায় আমার বেইসই ছিল তুই মুশফিক সবাইসহ। ঠিক না?’
তামিম অভিমান করে বলেছেন- ‘আমি যদি এখন জাতীয় দলের অধিনায়ক থাকতাম তাহলে তো তোরা এটা করতে পারতি না। এখন আমার দাম নাই, তাই তোরা এসব করছো। অসুবিধা নাই মিরাজ, সময় আমারও তো আসবে। একটা কথা শোন- পৃথিবীটা গোল, তুই ওই সাইডে আমি এই সাইডে, কালকে আমি ওই সাইডে বসবো তুই এই সাইডে আসবি। বিষয়টা ভুলে যাইস না, তোর বড় ভাইকেও বলে দিস।’
মুশফিক কিছু না জানিয়ে আলাদা দলে চলে যাওয়ায় তামিম যে দুঃখ পেয়েছেন, সেটা না লুকিয়ে বলেছেন, ‘ছোটবেলা থেকে ও আমার ফ্রেন্ড। ও একবার আমাকে অ্যাটলিস্ট বলত, চলে যাওয়ার আগে। অ্যাটলিস্ট তখন তো আমার একটু শান্তি হইতো যে, বলে গেছে। অসুবিধা নাই মিরাজ। সময় আমারও তো আসবে। এখন তো ন্যাশনাল টিমে খেলি না, তাতে অনেকের ভাব বেড়ে গেছে।’