আজকের বার্তা
আজকের বার্তা

আবারও ফরচুন বরিশালের জয়


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ আবারও ফরচুন বরিশালের জয়
Spread the love

বার্তা ডেস্ক ॥  বিপিএলের ৩৫তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ১৮ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পেরেছে সিলেট।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেছেন আরিফুল হক। এই রান তুলতে তিনি খেলেছেন ৩১ বল। দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বেনি হাওয়েল। ৩২ বলে ৫৩ রান করেছেন তিনি।

বরিশালের হয়ে তিন উইকেট নিয়েছেন কাইল মায়ার্স।

ব্যাট হাতে ৩১ বলে ৪৮ রান  এবং বল হাতে ১২ রান দিয়ে তিন উইকেট নেয়ায় প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন কাইল মায়ার্স।

এর আগে মুশফিকের ৫২ ও মায়ার্সের ৪৮ রানে ভর করে সিলেটের বিরুদ্ধে ১৮৩ রানের বড় সংগ্রহ পেয়েছিল তামিম ইকবালের বরিশাল।