আজকের বার্তা
আজকের বার্তা

বরগুনায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ০৭, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ বরগুনায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
Spread the love

বার্তা ডেস্ক ॥  বরগুনা জেলা সদরসহ সব উপজেলায় নানা আয়োজনে আজ পালন করা হয় ঐতিহাসিক ৭ মার্চ।  সকাল ৯ টায় জেলা প্রশাসন চত্তরে মুজিবাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্বা জানান, জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস। পুলিশ সুপার আব্দুস ছালাম, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, প্রকৌশল বিভাগ, শিক্ষা বিভাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।

পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ব যাদুঘরে ৭ মার্চের উপর স্থির চিত্র প্রদর্শন করা হয়।

জেলার আমতলী, তালতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা উপজেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।