আজকের বার্তা
আজকের বার্তা

অভিযাত্রিক ফাউন্ডেশনের ‘আইসেস্কো’ পুরস্কার অর্জন


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ অভিযাত্রিক ফাউন্ডেশনের ‘আইসেস্কো’ পুরস্কার অর্জন
Spread the love

বার্তা ডেস্ক ॥  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের (বিএনসিইউ) উদ্যোগে কিশোরী ও নারীদের স্বাক্ষরতায় বিশেষ অবদান রাখা সুশীল সমাজ ও বেসরকারি সংস্থাকে ‘ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেস্কো) পুরস্কার-২০২৩’ প্রদান করা হয়েছে। বিশ্বে প্রথম এই পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের বেসরকারি সংস্থা অভিযাত্রিক ফাউন্ডেশন ও মিশরের একটি সংস্থা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের কনফারেন্স রুমে ২০২৩ সালের পদক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জুবাইদা মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সেক্রেটারি জেনারেল সোলেমান খান। এসময় বিভিন্ন মন্ত্রণালয় থেকে আগত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরিকারি প্রতিষ্ঠান এবং সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আহমেদ ইমতিয়াজ প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার হিসেবে একটি ট্রফি এবং প্রশংসা সনদ গ্রহণ করেন। সংস্থাটি ‘কিশোরী ও নারীদের স্বাক্ষরতায় বিশেষ অবদান রাখায়’ স্বরূপ নারীদের স্বাবলম্বীকরণ প্রকল্প ‘সক্ষম নারী’ এর জন্য আইসেস্কোর এই পুরস্কার অর্জন করেন।