আজকের বার্তা
আজকের বার্তা

উজিরপুরে জাতীয় ভোটার দিবস পালিত


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ০২, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ উজিরপুরে জাতীয় ভোটার দিবস পালিত
Spread the love

উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্য বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন। ২ মার্চ শনিবার বেলা ১১ টায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে “সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ নাজিম উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হালদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।