আজকের বার্তা
আজকের বার্তা

বাঁচানো গেলো না নালায় পাওয়া পোকামাকড়ে ক্ষতবিক্ষত করা নবজাতকটি


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ বাঁচানো গেলো না নালায় পাওয়া পোকামাকড়ে ক্ষতবিক্ষত করা নবজাতকটি
Spread the love

বার্তা ডেস্ক ॥  অবশেষে মৃত্যুর কাছে হার মানলো ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি নালার কালভার্টের নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতক।বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কন্যাশিশুটি মারা যায়।

বিষয়টি নিশ্চিন্ত করেছেন হাসপাতালের এনআইসিইউর ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স হালিমা বেগম।

তিনি জানান, নবজাতকটির মুখমণ্ডল, হাত ও পা পোকামাকড় ক্ষতবিক্ষত করায় শারীরিকভাবে শিশুটি অনেক দুর্বল হয়ে পড়ে। তার চিকিৎসা চলছিল। সন্ধ্যার দিকে শিশুটি মারা যায়। তার লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে জেলা শহরের মেড্ডা পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকায় একটি কালভার্টের নিচে স্থানীয় পাহারাদাররা শিশুর কান্না শুনতে পান। তারা একটি নালার কালভার্টের নিচে পলিথিনে মোড়ানো একটি নবজাতক দেখেন। নালায় ফেলে দেওয়ায় নবজাতকের মুখের একাংশ কামডে ক্ষতবিক্ষত করে ফেলে পোকামাকড়। এ অবস্থায় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।