আজকের বার্তা
আজকের বার্তা

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ২৯৬০৬


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ২৯৬০৬
Spread the love

বার্তা ডেস্ক ॥ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৬০৬ জনে দাঁড়িয়েছে।শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ২৯ হাজার ৬০৬ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরো ৬৯ হাজার ৭৩৭ ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৯২ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

সূত্র : আল-জাজিরা