আজকের বার্তা
আজকের বার্তা

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
Spread the love

বার্তা ডেস্ক ॥  ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম পাশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন।
সভায় অতিথিরা ২৫ মার্চ কালো রাত্রির গণহত্যা এবং পাকিস্তানি পাক হানাদার বাহিনীর বর্বরতার কথা তুলে ধরে আলোচনা করেন। এর আগে গণহত্যার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।