বার্তা ডেস্ক ॥ পবিত্র শবে বরাত উপলক্ষে বরিশালের ঐতিহ্যবাহী চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাদ আসর থেকে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিল শুরু হয়েছে। বরিশালের মুরুব্বীয়ানে দ্বীন, জামে স্টিমার ঘাট মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা শরফউদ্দিন বেগ ছাহেবের সভাপতিত্বে এ মাহফিলে প্রধান মেহমান থাকবেন আলহাজ্ব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ছাহেব।
তিন দিনের এ মাহফিলে অন্যান্যের মধ্যে আলহাজ মাওলানা রফিকুল ইসলাম তানযীম, মুফতী মাহমুদুল হাসান কাসেমী, মুফতী শাহ আহমাদুল্লাহ উজানভী, আলহাজ মুফতী দেলোয়ার হোসেন, আলহাজ মাওলানা মুফতী সানাউল্লাহ মাহমুদী ও আলহাজ মাওলানা আবদুুল গাফফার ছাহেব ওয়াজ নসিহত করবেন বলে জানা গেছে। জামে এবাদুল্লাহ মছজিদের খতিব আলহাজ হজরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ ছাহেব এ মাহফিলে সকল মুমিন মুসলমানকে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হাসিল করার জন্য দাওয়াত করেছেন। মাহফিলের শেষ দিনে জামে এবাদুল্লাহ মছজিদ হিফজুল কুরআন মাদরাসার ৭ জন ছাত্রের দস্তারবন্দি করা হবে বলেও জানিয়েছেন তিনি।