আজকের বার্তা
আজকের বার্তা

পটুয়াখালী পৌরসভার নির্বাচন বর্তমান ও সাবেক মেয়রের মধ্যে লড়াই


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ০৭, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ পটুয়াখালী পৌরসভার নির্বাচন বর্তমান ও সাবেক মেয়রের মধ্যে লড়াই
Spread the love

বার্তা ডেস্ক ॥   ভোটের বাকী মাত্র ১ দিন ,আগামীকাল ৯ মার্চ শনিবার পটুয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এবারের নির্বাচনে পটুয়াখালী পৌর সভার ৯ টি ওয়ার্ডের ৫০ হাজার ছয়শত নিরানব্বই জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
৯ তারিখের নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ –জগ ,এছাড়া সাবেক মেয়র জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা: মো: শফিকুল ইসলাম -মোবাইল ফোন,আবুল কালাম আজাদ -রেল ইঞ্জিন, এনায়েত হোসেন-নারকেল গাছ,নাসির উদ্দিন – কম্পিউটার প্রতীক পেয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী থাকলেও আবুল কালাম আজাদ বর্তমান মেয়রের বড় ভাই হিসেবে বিকল্প প্রার্থী রুপে নির্বাচনে মনোনয়ন দাখিল করেন।এছাড়াও অন্য দুই প্রার্থী মো: এনায়েত হোসেন, নাসির উদ্দিন নাম মাত্র প্রচারনা চালাচ্ছেন।এবারে নির্বাচনে একদিকে যেমন ভোটের মাঠে যুদ্ধ চলেছে বর্তমান ওসাবেক মেয়রের মধ্যে । পাশাপাশি এই দুই প্রার্থীর মধ্যে আইনী লড়াই চলে জেলা প্রশাসক থেকে উচ্চ আদালতের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। বর্তমান মেয়রের প্রার্থীতার বিরুদ্ধে সাবেক মেয়রের আইনী লড়াইয়ের সমাধানে বর্তমান মেয়রের প্রার্থীতা বৈধতা ঘোষনা করেন উচ্চ আদালত।
এদিকে সাবেক মেয়র ডা: মো: শফিকুল ইসলামকে জেলা আওয়ামীলীগের সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে প্রচার অভিযান শুরু করেন।এদিকে জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত উপেক্ষা করে জেলা আওয়ামলীগের সহ-সভাপতি শাহাজাহান খান,পৌর আওয়ামীলীগের সভাপতি শাহজালাল খান,যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ সোহেল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভার হাসান আরীফ বর্তমান মেয়রের পক্ষে প্রচার অভিযানে অংশ গ্রহন করছেন।
বর্তমান মেয়র বিগত ৫ বছরের তার উন্নয়নের ধারাবাহিকতায় আধুনিক উন্নত নান্দনিক পটুয়াখালী গড়তে তাকে আর একবার ভোট দিতে ভোটারদের আহবান জানিয়ে ভোট চাচ্ছেন। অপর দিকে সাবেক মেয়র ডা: মো: শফিকুল ইসলাম বলেন, বিগত ৫ বছরে হয়ে যাওয়া উন্নয়নের পরিকল্পনা তার সময়ে হাতে নেয়া হয়েছিল ,উন্নয়ন হয়েছে শহরের সিমীত জায়গায়,উন্নয়নের ক্ষেত্রে এ বৈষম্যের বিরুদ্ধে সমতা গড়তে তাকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান তিনি।