বার্তা ডেস্ক ॥ বিপিএল খেলা দেখতে গিয়ে মো. শামীম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার রাতে নগরীর পুরানপাড়া থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় শনিবার শামীমের খালু রফিকুল ইসলাম বরিশাল কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, তার সন্ধানে কার্যক্রম চলছে। নিখোঁজ শামীম চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়ার মানসিক রোগী সাগরের ছেলে। মা লিপু আক্তার অন্যত্র বিয়ে করায় নিখোঁজ শামীম বরিশাল নগরীর পুরানপাড়ায় খালার বাড়িতে থাকত। সে নগরীর একটি দোকানে কর্মচারীর কাজ করত।
নিখোঁজ শামীমের খালু জানান, শুক্রবার রাতে ভাই ও বন্ধুদের সঙ্গে পুরানপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিপিএল খেলা দেখতে যায় সে। খেলা দেখে রাত ১১টার দিকে সবার সঙ্গে বাড়িতে প্রবেশ করে বলে জানান তার বন্ধুরা। কিন্তু ওই রাতে শামীম ঘরে না আসায় মনে করেছিলাম খেলা উপলক্ষে পিকনিক করছে। সকালেও বাসায় ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাইনি।