আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ০৫, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ বরিশালে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
Spread the love

বার্তা ডেস্ক ॥  বরিশালে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার সহ সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বরিশাল জেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে সাপানিয়া আশ্রয়ণ প্রকল্পের ৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, নদী ভাঙ্গনে তারা ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছিলো। দিনমজুর হিসেবে কাজ করে যে টাকা পেত তা দিয়ে ঘরভাড়া দেয়ার পর দু’বেলা খাবার জোগাড় করা সম্ভব হতো না। বর্তমানে তারা আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে সন্তানদের পড়ালেখাও করাতে পারছেন।