আজকের বার্তা
আজকের বার্তা

৯৯৯-এ ফোন পেয়ে শিয়ালের মাংসসহ যুবককে ধরল পুলিশ


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১ ১২:৩১ অপরাহ্ণ ৯৯৯-এ ফোন পেয়ে শিয়ালের মাংসসহ যুবককে ধরল পুলিশ
Spread the love
বার্তা ডেস্ক ॥
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে শিয়ালের মাংস বিক্রি করার সময় রাহী (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টায় নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক রাহী সদর উপজেলার মোল্লাকাট পট্রির লিটনের ছেলে। সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।