আজকের বার্তা
আজকের বার্তা

উজিরপুরে সিএন্ডবি’র রাস্তা ও খাল দখলের মহোৎসব


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ উজিরপুরে সিএন্ডবি’র রাস্তা ও খাল দখলের মহোৎসব
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি ॥
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী বন্দরে মহামারী করোনার সুযোগ নিয়ে সরকারি সিএন্ডবি’র রাস্তা ও বিপরীতমুখী খাল দখল করে তড়িগড়ি করে একের পর এক পাকা ভবন ও ব্যবসা-প্রতিষ্ঠান নির্মান করছে প্রভাবশালীরা। ২০ এপ্রিল গত মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ভরশাকাঠী গ্রামের শাহিন ক্ষমতার দাপটে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বন্দরে প্রধান সড়কটি দখল করে পাকা ভবন নির্মানের কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও জয়শ্রী বন্দরে সজিব সিকদার সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মানের কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও বাবুল হাওলাদার, অদুত হাওলাদার, সপন বেপারী সিমএমবির রাস্তা দখল করে ভবন নির্মান করছে। অভিযুক্তরা জানান ইতিপূর্বে সকলে রাস্তা ও খাল দখল করে ভবন নির্মান করেছে। তাই আমরাও পাকা ভবন নির্মান করছি। সবাই মিলে স্থাপনা সড়িয়ে নিলে আমরাও ভবন ভেঙ্গে ফেলব। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান ঘটনাস্থল ফোর্স পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস জানান সরকারি রাস্তার জমি দখল করে কেউ পাকা ভবন নির্মান করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। স্থানীয়রা জানান সরকারি রাস্তা কতিপয় ভূমিদস্যুরা অন্যায় ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে ভবন নির্মান করছে এবং সরকারি খাল ও সিএমবির রাস্তায় একের পর এক ভবন নির্মান করছে প্রভাবশালীরা। ভূমিদস্যুদের কবল থেকে সরকারি রাস্তা ও খাল দখল মুক্ত রাখার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107