উজিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে উফশী আউশ বীজ ও সার বিতরণ
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
Spread the love
উজিরপুর(বরিশাল)প্রতিনিধি ॥
বরিশালের উজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে উফশী আউশ বীজ, সার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তিৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তিৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল,অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদ। এসময় প্রধান অতিথি ৮ শত কৃষকের মাঝে ৫ কেজি বীজ,২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি বিতরণ করেন।