আজকের বার্তা
আজকের বার্তা

ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের প্রথম কোচ সেট


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের প্রথম কোচ সেট
Spread the love
বার্তা ডেস্ক ॥
মেট্রোরেলের প্রথম কোচ সেট ঢাকায় এসে পৌঁছেছে। নির্ধারিত সময়ের দুইদিন আগে গতকাল বুধবার কোচের প্রথম চালানে একটি কোচ সেট ঢাকায় এসে পৌঁছায়। গত ৩১ মার্চ বিকেল ৪টা ১৮ মিনিটে মেট্টোরেলের ছয়টি কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক মোংলা বন্দরে পৌঁছায়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রথম চালানের কোচটি ঢাকার তুরাগ নদীর তীরে নবনির্মিত ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের দুইদিন আগেই এটি ঢাকায় পৌঁছায়। গত ৪ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাহাজটি জাপানের কোবে বন্দর থেকে মোংলা সমুন্দ্র বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রোরেলের কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক। ৩১ মার্চ বিকেলে মোংলা বন্দরে পৌঁছায়। আর আজ ঢাকার তুরাগ তীরে এসে পৌঁছেছে। মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, কঠোর লকডাউন পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণকাজ অব্যাহত আছে।